সারাদেশ

দিরাইয়ে একের পর এক বন্দুক যুদ্ধে শিশির মনিরের উদ্বেগ

বিশেষ নিজস্ব সংবাদদাতাঃ-

সুনামগঞ্জের দিরাইয়ে একের পর এক বন্দুক যুদ্ধের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিমকোর্ট আপিল বিভাগের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। গতকাল শনিবার শিশির মনির মিডিয়া সেল নামক ফেসবুক পেজে পোস্ট করে এমন অনুরোধ করেন তিনি। জানা যায় গত শুক্রবার ২০ জুন উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্রের প্রদর্শনের ঘটনা ঘটে। ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে, শিশির মনির তার এই পেজে লিখেন,গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু স্থিরচিত্র ও ভিডিও ক্লিপস আমাদের দৃষ্টিগোছর হয়েছে। আগ্নেয়াস্ত্রসহ গুলি করতে দেখা গেছে। অনেকটা সিনেমার দৃশ্যের মত। খোঁজ নিয়ে জানা গেল আমাদের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামের ঘটনা।এর আগেও দিরাইয়ের বিভিন্ন গ্রামে বেশ কয়েকটি বন্দুক যুদ্ধ সংগঠিত হয়েছে।হতাহতের ঘটনা ঘটছে। পরিতাপের বিষয় গ্রামের মধ্যে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হচ্ছে। এতে সামাজিক শান্তি বিনষ্ট হচ্ছে এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটানো হচ্ছে।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক শান্তি বজায় রাখতে অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানাচ্ছি। অপরাধী যেই হোক না কেন; সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় সামাজিক স্থিতিশীলতা বিনষ্ট হবে।
এবিষয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, এ-সব অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত আছে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap