সারাদেশসাহিত্য

মে দিবস

লেখক,দিপালী মিত্র

কিছুই তো পারি না দিতে তাদের
দুঃখ লাঘব করতে আমরা শ্রমিকদের !
বিবেক জাগ্রত হোক আমাদের
ন্যায্য মুল্য পাক শরীর নিষিক্ত ঘামের।

রোদ-বৃষ্টি মাথায় নিয়ে
ফসল ফলায় যারা বারো মাস ,
শ্রমের দাম পায় নাকো তারা
ব্যথার কালিতে ঢাকা এই ইতিহাস ।

পাহাড় কেটে, পাথর ভেঙে
বানায় উঁচু দালান,থাকে বাবুরা ,
তাদের নিয়ে ভাবেনা তো কেউ
ঝুপড়ি ঘরে থাকে আজীবন ওরা ।

কলকারখানার চাকা ঘুরবে না
যদি না যায় তারা কাজে ,
শ্রমিকের আত্মত্যাগ ভুলবো না
মিছিল নয় অধিকার চাই সমাজে ।

পাতে জোটে লবণ আর মরিচ
বিশ্ব সুখে জীবন রেখে বাজি ,
মানব পুঁজি শুধু সুযোগ খোঁজে
নিপাত যাক শোষক সমাজ আজি ।

মহান মে দিবসের শপথ হোক
বাঁচার মতো অধিকার চাই সকলের
সবার ওপরে মর্যাদা দিন শ্রমের ,
তবেই পাপের বোঝা হালকা হবে মালিকের ।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap