সারাদেশসাহিত্য

শেষ বেলা

লেখক, অনন্ত বসুঃ-

ছিল ছেলে বেলা, খেলা আর খেলা;
তার পর খেলা মানা।
সবে বলে পড়ো, তবে হবে বড়ো;
বই পড়ে যায় জানা।।

শেষ হলো পড়া, শুরু হলো গড়া;
ভালো দিন হলো শেষ।
কাজে দিই মন,আয় করি ধন;
ছিল শিশু কাল বেশ্ ।।

বাবা হয়ে বুঝি,গত সুখ খুঁজি;
সব দুখ বুকে বয়ে।
বাড়ি ফিরি সাঁঝে, ভাবি মাঝে মাঝে;
ধীরে দুখ যাবে সয়ে।।

সাথী আর নাই,বড়ো দুখ তাই;
কাটে একা শেষ বেলা।
কেউ নেই পাশে, বাঁচি কোন্ আশে;
বুড়ো বলে পাই হেলা।।

ধন যাহা পেলে, চলে যাবে ফেলে
পুড়ে ছাই হবে কায়া।
কেনো করো দুখ,পাক কেউ সুখ;
ত্যাগ করো আশা মায়া।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap