সারাদেশ

দিরাইয়ে দুই দিনব্যাপী কবি নজরুল ইসলাম রানা সাহিত্য উৎসব সম্পন্ন

সুব্রত দাস, দিরাই থেকেঃ


সুনামগঞ্জের দিরাইয়ে নানা আয়োজনে দুই দিনব্যাপী কবি নজরুল ইসলাম রানা সাহিত্য উৎসব সম্পন্ন হয়েছে। শুক্র ও শনিবার দিরাই বিএডিসি মাঠে অনুষ্ঠিত সাহিত্য উৎসবের ষষ্ঠ এ আসরটি কবি নজরুল ইসলাম রানার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মিলন মেলায় পরিণত হয়। কবি নজরুল ইসলাম রানার জীবন ও কর্মের ওপর আলোকপাত করে আলোচনা সভা, স্থানীয় ও অতিথি শিল্পীদের অংশগ্রহণে সঙ্গীতানুষ্ঠান, নাটক, নৃত্যসহ নানা আয়োজনে দুই দিন মত্ত থাকেন নজরুল ভক্তরা। সংস্কৃতিকর্মী দুলদুল চৌধুরীর সভাপতিত্বে ও বাউল অসীম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এসব আয়োজনে সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিনুল ইসলাম চৌধুরী আমিন, নারায়ণ দাস, লোকগীতি সংগ্রাহক ও গবেষক সাংবাদিক আল হেলাল, দেশনাট্য সংগঠনের পরিচালক পথিক সুমন, গীতিকার জাকির চিশতি, কবি মেঘনাদ শেখ, আনোয়ার হোসেন, মনোরঞ্জন চক্রবর্তীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলার পঞ্চরত্ন বৈষ্ণব কবি রাধারমন দত্ত, মরমী কবি হাছনরাজা, বাউল সম্রাট শাহ আব্দুল করিম, জ্ঞানের সাগর দূর্বিণ শাহ ও গানের সম্রাট কবি কামাল পাশা (কামাল উদ্দিন), রচিত বিচ্ছেদ, দেহতত্ত্ব, আধ্যাত্মিক গান রাতভর পরিবেশন করে মাতিয়ে রাখেন শিল্পী অন্তর সরকার (মানিকগঞ্জ), উপমা (ঢাকা), বিথী (সিলেট), শাহেদ সুমন (ঢাকা), বাউল আমজাদ পাশা (শান্তিগঞ্জ), শাহ নৌসাদ (হবিগঞ্জ), সুনাফর সাহ, আব্দুর রহিম সহ আরও অনেকে। শনিবার গভীররাতে ভাঙে মিলনমেলা।
উল্লেখ্য, কবি নজরুল ইসলাম রানা ১৯৭৫ সালে ২০ ফেব্রুয়ারী দিরাই উপজেলায় করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আছলিম সরদার ও মাতা রাহেলা খানম। তিনি বাল্যকালে মাতৃহারা হন। মাতৃবিয়োগই তাকে কবি করে তুলেছে। কবিতা, গান, উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ রচনার পাশাপাশি তিনি একজন সুরকার। এ পর্যন্ত তার ৮টি গ্রন্থ প্রকাশিত হয়েছে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap