সারাদেশ

দোকান পোড়ানোর ঘটনায় গ্রেফতারকৃতদের আদালতে স্বীকারোক্তি

দিরাই প্রতিনিধি : দিরাইয়ে প্বার্শবর্তী দোকানে আগুন দিয়ে ১০ লক্ষ টাকার মালামালসহ দোকানঘর পোড়ানোর ঘটনায় গ্রেফতারকৃত আফজাল হোসেন ও শিহাব মিয়া আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছে বলে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা দিরাই থানার এসআই রুপক কর্মকার। প্রতিহিংসার বশবর্তী হয়ে প্বার্শবর্তী বাদল গুপ্তের দোকানে আগুন দিয়েছে বলে আদালতকে জানায় তারা। এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাত ১ টায় জকিরনগর গ্রামের বাদল গুপ্তের মুদিমালের দোকানটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এঘটনাকে পরিকল্পিত উল্লেখ করে এলাকাবাসী দিরাই থানা পুলিশের সহযোগিতা কামনা করেন। দিরাই থানা অফিসার ইনজার্চ ওসি কে এম নজরুলের ব্যাপক অনুসন্ধানে শুক্রবার সন্ধ্যায় আফজাল ও শিহাবকে আটক করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদে তারা ঘটনাটি ঘটিয়েছে বলে স্বীকার করে। দ্রুততম সময়ে এঘটনার রহস্য উন্মোচন ও দায়ীদের আইনের আওতায় আনার জন্য দিরাই থানা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৌম্য চৌধুরী বলেন, আগুনে ক্ষুদ্র মুদি ব্যবসায়ীর সবকিছু পুড়ে গেছে। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিধারক। ওসি কে এম নজরুলকে ধন্যবাদ জানিয়ে চেয়ারম্যান বলেন, উনার তৎপরতায় খুবই কম সময়ের মধ্যে ঘটনার জট উন্মোচন হয়েছে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap