জাতীয়

শাল্লায় ঘটনাস্থল পরিদর্শনে র‌্যাব প্রধান

কলম শক্তি ডেস্ক :: সুনামগঞ্জের শাল্লায় নোয়াগাঁও গ্রামে হামলা-লুটপাটের ঘটনার পর বৃহস্পতিবার র‌্যাবের ডিজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সকাল ৯টায় হেলিকপ্টার যোগে ঢাকা থেকে তিনি নোয়াগাঁও আসেন। পুরো গ্রাম পরিদর্শন শেষে গ্রামের মাঠে বক্তব্য রাখেন তিনি। এ সময় তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের তদন্তের মাধ্যমে বের করে আইনের আওতায় আনা হবে। আজকের মধ্যে জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে। যারা এর সাথে জড়িত কেউ রেহাই পাবে না। সুষ্ঠু বিচার নিশ্চিতি করা হবে। যাতে আগামীতে কেউ এ ধরণের অপকর্ম করতে সাহস না পায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। গ্রামে র‌্যাব ও পুলিশের ক্যাম্প স্থাপন করা হয়েছে। গ্রামবাসীকে ভয় না পাবার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার আপনাদের পাশে আছে। এই দেশ হিন্দু-মুসলিমসহ সকলের। এই চিন্তা করেই সরকার কাজ করছে এবং এজন্য দেশের অগ্রগতি হচ্ছে। এসময় র‌্যাব প্রধানের সঙ্গে র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তারাসহ, সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদীর আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap