দিরাইয়ে কম্পিউটার প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ বিতরণ

নিজস্ব প্রতিবেদক :: দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে কর্তৃক সুনামগঞ্জের দিরাই পৌর সদরে পরিচালিত বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র দিরাই থানা রোডস্থ কার্যালয়ে কোর্সের চতুর্থ ও পঞ্চম ব্যাচের উত্তীর্ণ ৭৭ জন প্রশিক্ষনার্থীদের মধ্যে এই সনদ বিতরণ করা হয়।
দিরাই সরকারি কলেজের প্রভাষক মিজানুর রহমান পারভেজের সঞ্চালনায় সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিন দিরাই উপজেলা প্রতিনিধি মোশাহিদ আহমদ, যুব নেতা সুমন শহীদ, জুবায়ের খান, প্রশিক্ষক রতন সূত্রধর, জলি রানী দাস, শিপা বেগম প্রমুখ। প্রশিক্ষনার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, মেধা তালিকায় শীর্ষস্থান অর্জনকারী জুহেদ আহমদ, ইমা বেগম।
প্রশিক্ষনার্থীরা তাদের বক্তব্যে এই মহতি উদ্যোগের জন্য দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।