জাতীয়

দিরাইয়ে নৌকাডুবিতে নিহতদের পরিচয় মিলেছে

স্টাফ রিপোর্টার ঃ সুনামগঞ্জের দিরাইয়ে যাত্রীবাহী নৌকাডুবে নিহত বৃদ্ধ ও শিশুর পরিচয় পাওয়া গেছে। এঁরা সম্পর্কে নানা-নাতি। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার উজাল ধল এলাকায় কালনী নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকা ডুবে নানা-নাতির সলিল সমাধি ঘটে। নিহতরা হলেন, আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর মাটিয়াখাড়া গ্রামের জয়সুন্দর দাস (৫৫) ও তার মেয়ের দিকের নাতি দিরাই উপজেলার জারলিয়া গ্রামের রঞ্জিত দাসের ছেলে পৃথম দাস (৯)। ডুবে যাবার পর নৌকার অন্য যাত্রীরা সাতরিয়ে ও স্থানীয়দের সহায়তায় তীরে উঠতে পারলেও নৌকার ভেতরে আটকা পড়েন নানা-নাতি। এলাকাবাসী ডুবন্ত নৌকার ভেতর থেকে তাদের লাশ উদ্ধার করে। স্থানীয় লোকজন ও থানা পুলিশ সুত্রে জানা যায়, নিহত জয়সুন্দর দাস দুদিন আগে মেয়ের বাড়ী জারলিয়া গ্রামে বেড়াতে আসেন। শনিবার নাতি পৃথম দাসকে নিয়ে বাড়ী যাওয়ার জন্য সকাল সাড়ে ৯ টার সময় দিরাই থেকে মার্কুলীগামী ট্রলারে উঠেন। সাড়ে ১০টার দিকে টলারটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এতে নানা-নাতি দুজনেরই সলিলসমাধি হয়। দিরাই থানা পুলিশ উদ্ধারকৃত লাশ দুটি থানায় নিয়ে আসলে বিকেল ৫টার দিকে পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করে নিয়ে যায়। পৃথমের বাবা রঞ্জিত দাস কান্না করতে করতে বলেন, ২৫ তারিখে তার শশুর বেড়াতে আসার পর থেকেই পৃথম নানার সাথে তাদের বাড়ীতে যাওয়ার বায়না ধরে। তার আর নানার বাড়ী যাওয়া হলোনা। দিরাই থানাভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল জানান, প্রথমে তাদের পরিচয় জানা যায়নি। ফেইসবুকের মাধ্যমে ছবি দেখে তাদের পরিবারের লোকজন থানায় এসে লাশ শনাক্ত করেছেন। পরিবারের লোকজনের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap