
দিরাই প্রতিনিধি: ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার’ শ্লোগান নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড দিরাই উপজেলা ও পৌর শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এউপলক্ষ্যে শনিবার (১৮ জানুযারি) বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বেলা ১২ টায় গণমিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সন্তান কমান্ডের সভাপতি শাহজাহান মিয়ার সভাপতিত্বে, যুগ্ম সাধারণ সম্পাদক সুবীর দাস ও সহসাংগঠনিক সম্পাদক মফশ্বির মিয়ার যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, থানা অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান, সাবেক কমান্ডার আব্দুল কাইয়ুম, সাবেক উপদেষ্টা কানাইলাল রায়, ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপদেষ্টা মুরাদ মিয়া, সাধারণ সম্পাদক রাহাত মিয়া রাহাত, সাংগঠনিক সম্পাদক তাপস তালুকদার, মোহন মিয়া প্রমুখ।

আলোচনা শেষে সন্তান কমান্ড উপজেলা ও পৌর শাখার নতুন কার্যকরী কমিটির ঘোষণা দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান। উপজেলা শাখায় শাহজাহান মিয়াকে সভাপতি, রাহাত মিয়া রাহাতকে সাধারণ সম্পাদক ও তাপস তালুকদার কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২১ সদস্যবিশিষ্ট ও পৌর শাখায় সাহিদ সরদারকে সভাপতি ও এবিএম মনসুর সুদীপ কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।