সারাদেশ
দিরাইয়ে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যতিক্রমী উদ্যোগে এসএসসি ৯৬/৯৭ ব্যাচ

দিরাই(সুনামগঞ্জ) প্রতিনিধি ঃ সুনামগঞ্জের দিরাইয়ে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘দিরাই উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৬/৯৭ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ৩শ পরিবারকে ত্রাণ সামগ্রী দেয়া হয়েছে। বৃহস্পতিবার দিরাই পৌর সদরের ৯ টি ওয়ার্ডে দুই ব্যাচের সাবেক শিক্ষার্থীরা বিভক্ত হয়ে ঘরে ঘরে গিয়ে করোনা সংকটকালে কর্মহীন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের লোকজনের মধ্যে পরিবার প্রতি ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি ভোজ্যতেল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১ কেজি আটা, ১ কেজি লবণ, ১ টি সাবান ও করোনা প্রতিরোধে সচেতনতামুলক লিফট বিতরণ করেন। দেশ ও প্রবাসে অবস্থানরত দুই ব্যাচের একঝাঁক শিক্ষার্থী নিজেদের অর্থায়ন ও ব্যবস্থাপনায় এই ত্রাণ কার্যক্রম সম্পন্ন করেছেন।