সারাদেশ
দিরাইয়ে বেপরোয়া ট্রলির ধাক্কায় কাটা গেলো যুবকের ৩ টি আঙুল

স্টাফ রিপোর্টারঃ দিরাইয়ে অবৈধ ট্রলি গাড়ির লোহার বডির ধাক্কায় এক দরিদ্র পেশাদার মোটরসাইকেল চালকের ডান হাতের তিনটি আঙুল সম্পুর্ণরুপে কেটে গেছে। এঘটনায় মুমূর্ষু আহত উপজেলার রাজানগর ইউনিয়নের গচিয়া গ্রামের মৃত আব্দুল ওয়াহিদের পুত্র শহিবুর রহমান বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিরাই বাস্ট্যান্ডের ব্রীজে সংলগ্ন সড়কে এঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় মোটরসাইকেল চালক রাস্তার পাশে পার্কিং অবস্থায় গাড়িতে বসা ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা তাকে ধাক্কা দিলে ট্রলির লোহার বডির আঘাতে তার ডান হাতের তিনটি আঙুল কেটে দ্বিখন্ডিত হয়ে যায়।