
স্টাফ রিপোর্টার ঃ দিরাই জগদল ইউনিয়নের কাউয়া জুরী গ্রামবাসীর আয়োজনে “কাউয়াজুরী ৩য় দ্বৈত ব্যাটমিন্টন প্রতিযোগিতা-২০২০ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার রাত ৯ ঘটিকায় কাউয়াজুরী গ্রামের পশ্চিমের মাঠে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিরাই উপজেলা অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়। উদ্বোধনপুর্ব আলোচনা সভায় জগদল ইউপি চেয়ারম্যান শিবলী অাহমেদ বেগ-এর সভাপতিত্বে ও সুমন বাপ্পীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা অাওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান এওর মিয়া, মুক্তিযোদ্ধা অাক্কল অালী, অাওয়ামীলীগ নেতা রঞ্জিত রায়, যুবলীগ নেতা জিল্লুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক লীগের অাহবায়ক শাহজাহান সরদার, ইউপি সদস্য নূর অালম, ইউপি সদস্য জাহির মিয়া, ছালিম খান, দেলোয়ার হোসেন লেবু, শাহ অাজিজ। উপস্থিত ছিলেন, অাকিক মিয়া, সুজন মিয়া, সিলেট মহানগর শ্রমিক লীগের সদস্য অাক্তার হোসেন, সিলেট মহানগর শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক অালি হোসেন, তোফায়েল অাহমদ, সোহেল মিয়া প্রমুখ।